প্ল্যাটফর্ম নিউজ, ১৯ আগস্ট, বৃহস্পতিবার, ২০২১
আজ থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন করতে পারবে দেশের ১৮ বছর বয়সী বা তদূর্ধ্ব শিক্ষার্থীরা। এতদিন পর্যন্ত এ বয়স সীমা ২৫ বছর ও তদূর্ধ্ব থাকলেও আজ ১৯শে আগস্ট থেকে ১৮ বছর বয়সীরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
এর আগে করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য চলতি মাসের ৮ তারিখ হতে ১৮ বছর বয়সীরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন বলে জানা গেলেও পরবর্তীতে এ সিদ্ধান্ত পরিবর্তন করে আজ থেকে এ কার্যক্রম শুরু করা হয়। তবে, এক্ষেত্রে নিজ নিজ এনআইডি কার্ডে পেশা হিসেবে ছাত্র/ ছাত্রী বা শিক্ষার্থী উল্লেখ থাকতে হবে বলে জানানো হয়েছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী আজ ১৯ আগস্ট পর্যন্ত দেশে এনআইডি এর সাহায্যে মোট ভ্যাক্সিন নিবন্ধনকারীর সংখ্যা ৩৩৫৩৬৩১৬ জন। দেশে এখন পর্যন্ত ৫১৪০৩০৫ জন কোভিশিল্ড, ৪২৮৮৩ জন ফাইজার, ৮৫৫৪৩০ জন সিনোফার্ম ও ২১৫৭৮৪ জন মডার্নার ২য় ডোজ সম্পন্ন করেছেন।
নিবন্ধন করতে ভিজিট করুন :
https://surokkha.gov.bd/enroll
ধন্যবাদ, তথ্যবহুল লেখার জন্যে।