প্ল্যাটফর্ম নিউজ, ৩১মে, ২০২০, রবিবার
করোনা মহামারীতে দেশের স্বাস্থ্য সেবা প্রয়োজনের তুলানায় অপ্রতুল। এর মধ্যেও চিকিৎসকরা তাদের সাধ্য মত চেষ্টা চালাচ্ছেন দেশের মানুষকে স্বাস্থ্যসেবা দিতে। যদিও তা সব ক্ষেত্রে করা সম্ভব হচ্ছে না। অনেকেই করোনাতে আক্রান্ত হওয়ার ভয়ে হাসপাতাল বা চিকিৎসকদের চেম্বারে যেতে চাচ্ছেন না। এমনকি এসময় সংক্রমণ প্রতিরোধে রোগীদের সরাসরি চিকিৎসা দেয়ার বদলে টেলিমেডিসিন দেয়ার উদ্যোগ বেশ কার্যকর।
এমতাবস্থায় মার্কস মেডিকেল কলেজ এন্ড ডেন্টাল ইউনিট এর বর্তমান ছাত্র ছাত্রীদের উদ্যোগে, বিশেষজ্ঞ ও কলেজ থেকে পাশ করা চিকিৎসকদের নিয়ে শুরু করছে টেলিমেডিসিন প্রোগ্রাম।
চল্লিশোর্ধ্ব এমবিবিএস ও বিডিএস চিকিৎসক এই সেবায় নিয়োজিত থাকবেন। সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্দিষ্ট সময়ে হটলাইন চালু থাকবে। এসময় তাদের সাথে সরাসরি ফোনকলের মাধ্যমে রোগীরা চিকিৎসা সেবা নিতে পারবেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সেবা চালু থাকবে।
নিজস্ব প্রতিবেদক
এইচ. এম. ফাহিম ইফতেখার