১৭ মার্চ ২০২০:
সহকারী অধ্যাপক ডা. মো. রাজিবুল বারি
পিএইচডি গবেষক, টোকিও ইউনিভার্সিটি
সাবেক বিভাগীয় প্রধান, রেডিওলজি, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল
এবার বাংলাদেশের ভেতরে অবস্থানকারীদের দেশপ্রেম দেখানোর পালা।
প্রবাসীদের অনেক কথা শুনিয়েছেন। শুধু ফ্লাইট বন্ধ করে করোনা ঠেকানোর দিন শেষ। জীবাণু এখন ঢুকে পড়েছে। আক্রান্ত সব দেশ খেয়াল করেন। আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, এশিয়া। কেউ ফ্লাইট বন্ধ করে ছড়ানো ঠেকাতে পারেনি। পুরো আমেরিকায় State of Emergency ঘোষণা, স্কুল বন্ধ, আর ইউরোপের সব ফ্লাইট বন্ধ করেও পারেনি। অন্যরাও পারছেনা। শুধু গতকাল ১ দিনেই আমেরিকায় রোগী বেড়েছে ৭৩৭ জন। করোনা একবার ঢুকে পড়লে আর এসবে কাজ হয় না, হচ্ছে না, হবে না। হাত ধোয়া আর মাস্কের গল্পও শেষ। যেসব দেশ সফল হয়েছে তাদের একমাত্র রাস্তা ছিলো Total Shutdown। হ্যা, শুধু এটাই। সরকার যাই বলুক না কেন, সকল প্রতিষ্ঠান (অর্থাৎ যেখানে বহু লোকের আনাগোনা), পাবলিক বাহন, বাজার, সিনেমা হল থেকে মসজিদের জামাত – সব বন্ধ করার সময় আসছে। মাত্র ২০ দিনে ইটালি দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। গতকাল ১ দিনেই ইটালিতে মৃত্যু ৩৬৮ জন। কারণ নিশ্চই ফ্লাইট বা মাস্ক বা অপচিকিৎসা নয়। অতএব, আপনি যে প্রতিষ্ঠানেই আনাগোনা করেন না কেন – প্রস্তুত হন। কোয়ারান্টাইন নিয়ে যারা পড়ে আছেন তাদের দৃষ্টি আরও দূরে তাকানোর সময় এসে গেছে। এগুলো আমার ব্যক্তিগত মত নয়। র্যাংকিংএ থাকা প্রথম ২০ টা দেশের strategy দেখুন, পড়ুন, গতিপ্রকৃতি লক্ষ্য করুন, আপনিও একমত হবেন।
বিমানবন্দরের আইসবার্গ থেকে বেরিয়ে আসুন। সময় খুব বেশী পাবেন না। রাজনীতিকরাও না।