রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
ট্রেইনি চিকিৎসকদের আন্দোলন স্থগিতের নামে বিভিন্ন গণমাধ্যমের ভুল তথ্য প্রচার করা হচ্ছে। সেসব খবরে বলা হচ্ছে, আগামী জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা বৃদ্ধি মেনে নিয়ে আন্দোলন স্থগিত করেছেন ট্রেইনি চিকিৎসকেরা।
কিন্তু সরেজমিনে দেখা গেছে ভিন্ন চিত্র। ৩৫ হাজার টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ট্রেইনি চিকিৎসকেরা। এসময় চিকিৎসকদের অনেককে মোমবাতি জ্বালাতে দেখা যায়।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের নেতারা শাহবাগে পৌঁছানোর পর আলোচনার মাধ্যমে সম্মিলিতভাবে এ ঘোষণা প্রত্যাখ্যান করার পাশাপাশি আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।
ডক্টর মুভমেন্ট ফর জাস্টিসের মুখপাত্র ডা. তানভীর বলেন, “আমরা শাহবাগে আছি। ইন্টার্ন চিকিৎসক দের আহ্বান করা হয়েছে,আন্দোলনে যুক্ত হবার জন্য।”
প্ল্যাটফর্ম/