প্ল্যাটফর্ম প্রতিবেদন, সোমবার, ২০ই এপ্রিল, ২০২০
ডাক্তার এবং ডাক্তারদের পরিবারের জন্য আজ ২০ এপ্রিল থেকে ফ্রি এম্বুলেন্স সার্ভিস চালু করল ডক্টর’স ওয়েলফেয়ার ট্রাস্ট।
করোনার প্রবল থাবায় নড়বড়ে দেশের স্বাস্থ্যব্যবস্থা। এ পর্যন্ত মোট আক্রান্ত প্রায় ৩ হাজারের কাছাকাছি, যেখানে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীই রয়েছে একটা বিশাল অংশ জুড়ে। শুধুমাত্র ডাক্তারই আক্রান্ত হয়েছে দেড় শতাধিক। এ পরিস্থিতিতে ডাক্তাররাই স্বাস্থ্যব্যবস্থার মূল প্রাণ, যাদের অভাবে ভেঙ্গে পড়তে পারে পুরো সিস্টেম।
ডাক্তার এবং তাদের পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে ঢাকায় করোনার এই পরিস্থিতিতে, আজ সোমবার থেকে সম্পূর্ণ ফ্রি এম্বুলেন্স সার্ভিস চলুর কথা বলেছেন সংগঠনটির আহবায়ক ডা. মোবারক হোসেন। এই এম্বুলেন্স ডাক্তারদের পরিবারকে হাসপাতালে আনা নেওয়া করবে যতদিন এই পরিস্থিতিতি অব্যাহত থাকে।
উল্লেখ্য করোনা মোকাবেলায় সামনে থেকে লড়ে যাচ্ছেন ডাক্তাররা; আর সামনে থেকে লড়ে যাওয়া সৈনিকদের সুরক্ষায় কাজ করে যাচ্ছে সংগঠনটি।
প্ল্যাটফর্ম প্রতিবেদক / নুরুল আমিন