দেশের হ্যান্ড স্যানিটাইজারের সংকট মোকাবেলায় এবার ডাক্তারদের পাশে এসে দাঁড়াল বুয়েট৷
করোনা মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশের ডাক্তার সমাজ, সেজন্য করোনার ঝুঁকিও ডাক্তারদেরই বেশ, তাই এবার হ্যান্ড স্যানিটাইজার নিয়ে ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছেন বুয়েটের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা।
নিজস্ব অর্থায়নে প্রায় ৭৩০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে ঢাকা মেডিকেলের পরিচালক ডা. এ কে এম নাসির উদ্দীন স্যারের হাতে তুল দেয় বুয়েট।
পুরো কাজটিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন বুয়েটের কিছু শিক্ষার্থী, বুয়েট এলামনিজ এবং কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকগণ।
ঢাকা মেডিকেল এবং বুয়েটের মধ্যকার যোগাযোগের কাজটি সমম্বয় করেছে ঢাকা মেডিকেলের কে-৭৪ ব্যাচের ছাত্র মোঃ নাইমুল ইসলাম রাহাত।
বুয়েটের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ডাক্তার সমাজ।
নিজেস্ব প্রতিবেদক / সুমাইয়া নার্গিস