মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২২তম ধারা অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। এই আইনকে চ্যালেঞ্জ করে পরবর্তীতে উচ্চ আদালতে (নং–২৭৩০/২০১৩) রিট করা হয়েছিল।
আজ (৫ নভেম্বর) এ রিটের ৬৮ তম বারের মতো শুনানির তারিখ ধার্য করা হয়েছিল। ১৫৭ ক্রমে থেকে মামলার শুনানি শুরু হলেও নিষ্পত্তি হয়নি। অসমাপ্ত শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী রবিবার (১০ অক্টোবর)। জানা যায়, স্যাকমোদের নিয়োগকৃত আইনজীবী আরও ১ সপ্তাহ সময় চাইলেও তা গ্রহণ করা হয়নি।
উল্লেখ্য যে, ২০১৩ সালের ৩০ এপ্রিল এই রিটের প্রথম শুনানি হয়, তারপর থেকে এক অদৃশ্য কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রিটটি আদালতে ৬৮ বার কজ লিস্টে আসার পরও শুনানি হয়নি। সর্বশেষ আজ শুনানি আরম্ভ হলেও নিষ্পত্তি হয়নি। এ মামলার নিষ্পত্তি না হওয়াও বিশেষ করে প্রান্তিক অঞ্চলের জন সাধারণের চিকিৎসা সেবা হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মামলার নিষ্পত্তি না হওয়াও অনেক ভূয়া চিকিৎসক, ডিএমএফ ডিগ্রিধারী বা স্যাকমোরা নামের পূর্বে ডা. ব্যবহার করে চিকিৎসা সেবা দিয়ে রোগীদের প্রতারণা করছেন বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আইন বিশেষজ্ঞ।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী