শনিবার, ২২ মার্চ, ২০২৫
ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত রিট ২৭৩০/২০১৩ নিয়ে অপতৎপরতা প্রসঙ্গে বিবৃতি দিয়েছে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশ (ইউমব)।
বিবৃতিতে বলা হয়েছে, “প্রিয় দেশবাসী এবং চিকিৎসক সমাজ,
আপনারা ইতিমধ্যে অবগত আছেন, গত ১২ ই মার্চ ২০২৫ তারিখ হাইকোর্ট বিভাগ থেকে মাননীয় আদালত রায় দিয়েছেন, “কোন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামের পূর্বে ডাক্তার প্রিফিক্স ব্যবহার করতে পারবে না।” গোটা দেশবাসী এবং চিকিৎসক সমাজ এই রায়কে ন্যায়সঙ্গত রায় হিসেবে স্বাগত জানিয়েছে।
মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের পক্ষ থেকে ২৭৩০/২০১৩ এই রিটটি Chamber Court of Appellate Division এ ফাইল করা হয়েছে, আগামীকালকের কার্যতালিকায় এই রিটটি থাকবে।
আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করার জন্য ২০০৭ সালে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আদালতে রিট করেছিলেন, ঐ রিটটি হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ নিষ্পত্তি করে দিয়েছিলেন।
সে হিসেবে ২৭৩০/২০১৩ এই রিট Chamber Court of Appellate Division থেকেই ফিরিয়ে দেওয়ার কথা।
১৪ ই এপ্রিল ২০০৭ তারিখে আপিল বিভাগ এই ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন (কোন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবে না”,গোটা চিকিৎসক সমাজের নিকট আহ্বান, সবাইকে সজাগ থাকতে হবে। নতুন করে স্টে অর্ডার নেওয়ার পরিকল্পনায় জলঘোলা করার পাঁয়তারা করা হলে চিকিৎসক সমাজ আবারো কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে।”