লিখেছেন – খাইরুল কবির
আবারো ডাক্তার শারীরিক ভাবে লাঞ্চিত। এবার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পাবানা তে কর্মরত অবস্থায় ডাঃ কাফি চৌধুরী, সহকারী সার্জন, বহিরাগত মোঃ তোজাম সরকার কর্তৃক বিনা উস্কানিতে শারীরিকভাবে লাঞ্চিত হন। অতঃপর তোজাম সরকার কে আটক করে থানাতে সোপার্দ করা হয়। একই সাথে সিভিল সার্জন ম্যাডাম, ইউএনও স্যার, চেয়ারম্যান কে অবিহিত করে যথাযথ আইনি ( এজহার করা হয়েছে) পদক্ষেপ নেওয়া হয়েছে।
You May Like
-
4 years ago
বিশ্ব হেপাটাইটিস দিবস: হেপাটাইটিসমুক্ত ভবিষ্যৎ
-
5 years ago
ডা. জব্বার ফারুকীর সাইকেলে ৬৪ জেলা ভ্রমণ