প্ল্যাটফর্ম নিউজ, ৪ জুলাই ২০২০, শনিবার
আজ ৪ জুলাই ২০২০, শনিবার, প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত কোভিড-১৯ সম্পর্কিত ওয়েবিনার সিরিজের ৩য় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। কোভিড-১৯ এবং এ সময়ের ক্রিটিকাল কেয়ার নিয়ে বিস্তারিতভাবে বিজ্ঞ আলোচকেরা আজ কথা বলবেন। এছাড়া দেশব্যাপী জুনিয়র ডাক্তার এবং মেডিক্যাল স্টুডেন্টদের এই সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দেবেন বিশেষজ্ঞরা।
এতে মডারেটর হিসেবে থাকছেন যথারীতি, ডা. তাসবিরুল ইসলাম, এমডি, এমআরসিপি (ইউ কে), এফআরসিপি, এফসিসিপি, ক্লিনিকাল এসোসিয়েট প্রফেসর- ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন, মেডিকেল ডিরেক্টর- ডিভিশন অব পালমোনারি এ্যান্ড ক্রিটিকাল কেয়ার মেডিসিন, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি আরনেট হসপিটাল, ইন্ডিয়ানা, ইউএসএ।
যেসব প্যানেলিস্ট আলোচনা করবেন, তাঁরা হলেন-
১. ডা. মোহাম্মদ শামস তাবরিজ, এম.ডি.
কনসালটেন্ট, ইনফেকসাস ডিজিজ
এডভোকেট মেডিকেল সেন্টার
ক্লিনিক্যাল এসোসিয়েট প্রফেসর অফ মেডিসিন, ইউ আই সি
২. ডা. কানিজ এন বানু, এম.ডি.
এটেন্ডিং পিজিসিয়ান,ইনফেকসাস ডিজিজ ফ্যাকাল্টি, ব্রোকডেল ইউনিভারসিটি হসপিটাল মেডিকেল সেন্টার, ব্রোকলেন,এন ওয়াই ইউ এস এ
৩. ডা. আমিনা সুলতানা, ইন্টেনসিভিস্ট
এম.বি.বি.এস. , এম.ডি. ( সি সি এম)
এসোসিয়েট কনসালটেন্ট, আই সি ইউ এন্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্ট,
ইনচার্জ, কোভিড আই সি ইউ, ইউনাইটেড হসপিটাল।
৪. ডা. রায়হান রাব্বানি
আই সি ইউ এন্ড ইন্টারনাল মেডিসিন,
এম.বি.বি.এস. , এফ.সি.পি.এস. (বাংলাদেশ), এম.ডি. (ইউ এস এ),সার্টিফাইড (এ বি আই এম)
৫. প্রফেসর ডা. আরিফ আহসান
প্রফেসর এন্ড হেড, ডিপার্টমেন্ট অফ ক্রিটিকাল কেয়ার মেডিসিন, বারডেম জেনারেল হসপিটাল, ঢাকা,বাংলাদেশ
৬. ডা. নিখাত আরা
সিনিয়র কনসালটেন্ট, মাইক্রোবায়োলজি এন্ড ইনফেকশন কন্ট্রোল, এভারকেয়ার হসপিটাল ঢাকা
৭. ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী মারুফ, এফ.সি.পি.এস. (মেডিসিন),
এম.এস.সি. ইন ইনফেকসাস ডিজিজ,এল এস টি এম, ইউ কে
রেজিস্টার (মেডিসিন),ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল
ওয়েবিনারটি আজ রাত ১০ টায় সরাসরি সম্প্রচারিত হবে প্ল্যাটফর্ম পেজ, অফিসিয়াল গ্রুপ ও প্ল্যাটফর্মের অন্যন্য গ্রুপে। অনুসন্ধানী চিকিৎসক এবং মেডিক্যাল স্টুডেন্টদের অনুরোধ জানানো যাচ্ছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য।
নিজস্ব প্রতিবেদক/ আমির মাহমুদ প্রান্ত