শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
রাঙামাটি মেডিকেল কলেজের প্রভাষক ডা. দৃষ্টি শর্মার (৩৭) মৃত্যুতে শোকবার্তা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মিছবাহ উদদীন আহমদ স্বাক্ষরিত এ শোকবার্তা প্রকাশ করা।
শোকবার্তায় বলা হয়েছে, “ডা. দৃষ্টি শৰ্ম্মা (৩৭), প্রভাষক (কমিউনিটি মেডিসিন বিভাগ) রাঙ্গামাটি মেডিকেল কলেজ, রাঙ্গামাটি এ কর্মরত ছিলেন। তিনি Ca Left Lung with Brain, Liver and Pelvic Bone Metastasis এ আক্রান্ত হয়ে গত ২৩/০৪/২০২৫ খ্রি. মৃত্যু বরণ করেন। তিনি মৃত্যুকালে প্রকৌশলী স্বামী, পিতা, মাতা ও ছাত্রছাত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ডা. দৃষ্টি শৰ্ম্মা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট এর ৪৫তম ব্যাচের প্রাক্তন ছাত্রী এবং ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন চৌকষ কর্মকর্তা ছিলেন। কর্মজীবনে তিনি ছিলেন সৎ, দক্ষ, পরিশ্রমী ও নিবেদিত প্রান একজন চিকিৎসক। একজন নিষ্ঠাবান চিকিৎসক ও চিকিৎসা বিদ্যার শিক্ষক হিসাবে তাঁর অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।
ডা. দৃষ্টি শৰ্ম্মা এর মৃত্যুতে মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও তাঁর অধীনস্থ দপ্তর সমূহের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোক সম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।”
প্ল্যাটফর্ম/এমইউএএস