২১ জানুয়ারি ২০২০: ডা. মাহতাব শাওন লিয়াকত আর নেই। ২০ জানুয়ারী ২০২০ রোজ সোমবার মৃত্যুবরণ করেন এপ্লাস্টিক এনিমিয়া এ আক্রান্ত এই তরুণ চিকিৎসক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ওয়া রাজিউন)।
ডা. মাহতাব শাওন লিয়াকত আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ২০১২-১৩ সেশনের ছাত্র ছিলেন। ২০১৮ তে চূড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি চিকিৎসক হন এবং ২০১৯ এ এম.আর.সি.এস প্রথম পর্ব পাশ করেছিলেন। তিনি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া (Aplastic Anaemia) নামক রোগে ভুগছিলেন।
নিজস্ব প্রতিবেদক/ডা.মোশাররাত রহমান মৌ