প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুন, ২০২০, বৃহস্পতিবার
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, খুলনা শাখার আজীবন সদস্য এবং বাগেরহাট ম্যাটস এর সাবেক অধ্যক্ষ ডা. মো. আব্দুর রাকিব খান হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় বিএমএ এর এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১৭ জুন) অনুষ্ঠিতব্য এ সভায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় পরিষদ কিছু গুরত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়।
ডা. মো: আব্দুর রাকিব খান হত্যার প্রতিবাদে জরুরী সভায় নেওয়া সিদ্ধান্তসমূহ হল:
- খুলনা বি এম এ এর কর্মসূচি ও দাবীর সাথে একাত্মতা ঘোষণা।
- স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী বরাবার স্মারকলিপি প্রদান।
- কেন্দ্রীয় বিএমএ ঘোষিত ২৪ ঘন্টার মধ্যে ডা. মো: আব্দুর রাকিব খান হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত না করা হলে শুক্রবার (২৪ ঘণ্টা পর) আবার কেন্দ্রীয় বি এম এ জরুরী সভা করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
এ ব্যাপারে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা. মো. জাবেদ কিছু সুস্পষ্ট প্রস্তাবনা উল্লেখ করে বলেন,
“এভাবে আর চলতে পারেনা। অনেক হয়েছে চিকিৎসক হত্যা এবং চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের উপর হামলা। এইবার এর শেষ দেখতে চাই।”