প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন, ২০২০, বুধবার
খুলনায় ডা. রাকিব উদ্দিন হত্যার প্রতিবাদে বাঁচাও-হেলথ এর চিকিৎসকগণ দিনব্যাপী কর্মবিরতি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
দেশের এই ক্রান্তিকালে যেখানে সাধারণ জনগণকে বাসা থেকে বের হতেই অনুৎসাহিত করা হচ্ছে, সেখানে ডাক্তাররা তাদের দায়িত্ব পালনের জন্য প্রতিনিয়ত ছুটে যাচ্ছেন হাসপাতালে, দিচ্ছেন টেলিমেডিসিন সেবাও। অথচ এই দুঃসময়েই ঘটেছে নৃশংস এক হত্যাকাণ্ড। রোগীর স্বজনদের হাতে খুন হলেন চিকিৎসক।
১৫ জুন রাত ৮টা ৫০ মিনিটে খুলনার রাইসা ক্লিনিকের পরিচালক ডা. রাকিব উদ্দিনকে লাথি, ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথার পেছনে ভীষণ রকম জখম হয়। তাকে প্রথমে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শেখ আবু নাসের হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতদিন তার মৃত্যু হয়!
এই নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন হাসপাতাল “বাঁচাও-হেলথ” এর সকল ডাক্তার আজকে কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন। তারা দাবি জানিয়েছেন সুষ্ঠ ও দ্রুত বিচারের।
নিজস্ব প্রতিবেদকঃ মেহেনাজ সুলতানা তামান্না