প্ল্যাটফর্ম নিউজ, ১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার
কিডনী আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা আমাদের দেহে পাঁজরের নিচে পেটের পেছনে দুই পাশে অবস্থিত। ৪/৫ ইঞ্চির ছোট এই অঙ্গযুগল দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
কিডনীর মূল কাজ হল রক্তকে বিশুদ্ধ করা। দেহের সব রক্ত দিনে কয়েকবার কিডনীর মধ্য দিয়ে পার হয়। কিডনী তখন রক্তের সমস্ত ক্ষতিকর ও পরিত্যাক্ত উপকরন অপসারণ করে রক্ত বিশোধন করে। কিডনী দেহের ফ্লুইড এবং ইলেক্ট্রোলাইট ভারসাম্যও নিয়ন্ত্রণ করে।
মানুষের কিছু অবহেলা ও অস্বাস্থ্যকর জীবনধারার কারণে দেহের এই মূল্যবান অঙ্গ ক্রমে নষ্ট হয়ে যায়। অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীর মতে, যেসব বদভ্যাসের কারণে কিডনী নষ্ট হয়, সেগুলো হল:
১.কম পানি পান করলে
২.বেশী লবন খেলে
৩.ধুমপান
৪.মদ্যপান
৫.বেশী ব্যথার ঔষধ খেলে
কিডনীকে সুরক্ষিত রাখতে এসব বদভ্যাস থেকে সকলের বিরত থাকা উচিত।
নিজস্ব প্রতিবেদক/ নুসরাত ইমরোজ হৃদিতা