প্ল্যাটফর্ম নিউজ
সোমবার, ১৩ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ
কোভিড-১৯ পরিস্থিতিতে যখন ঢাকার বেশির ভাগ খাবারের দোকান বন্ধ তখন বিভিন্ন হাসপাতালে ডিউটিরত চিকিৎসকদের পড়তে হয় বিপাকে। চিকিৎসকদের এই সংকটময় মুহূর্তে পাশে দাঁড়ালেন আরেক দল চিকিৎসকের অনলাইন ফুড সার্ভিস সেবা ( Group Of Doctors)। ন্যূনতম ৮০ টাকা ডোনেশনেই বাসায় রান্না করা খাবার ঢাকার বিভিন্ন হাসপাতালে ডিউটিরত চিকিৎসকদের পৌঁছে দিচ্ছেন তাঁরা। মূলত করোনা মোকাবেলায় যেসব চিকিৎসক সেবা দান করে যাচ্ছেন তাঁদের জন্য গত ২৬ এ মার্চ থেকে Group of Doctors এর এই কার্যক্রম চালু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Group of Doctors এর নিজস্ব পেইজে একটি স্ট্যাটাসে তাঁরা জানান-
ছবি সংযুক্তি
উল্লেখ্য, চলমান সংকটময় পরিস্থিতিতে এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন ডিউটিরত চিকিৎসকগণ।
ছবি সংযুক্তি
তথ্যসূত্র:https://www.facebook.com/GODofficials/
নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী