বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ফোন করে ডিজিএফআই হেডকোয়ার্টারে ডেকে নেয়া হয়েছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস এর সভাপতি ডা. জাবির হোসেন এবং সাধারণ সম্পাদক ডা. মো. নুরন্নবীকে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে তারা দুজন ডিজিএফআই হেডকোয়ার্টারে গেছেন। ডক্টর মুভমেন্ট ফর জাস্টিস এর এক জরুরি বিজ্ঞপ্তিতে এমনটা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আজ সকালে DGFI এর হেডকোয়ার্টার থেকে ডা: জাবির ও ডা: নুরুন্নবী কে ফোন দেয়া হয়। এবং তাদের ক্যান্টনমেট DGFI হেড অফিসে যেতে বলেছেন আজকেই। এর আগেও গতবার ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন চলাকালীন সময়ে ফোন দিয়ে হুমকি ও তুলে নেওয়ার কথা বলা হয়েছিল।
আমরা একই ধরণের নমুনা দেখেছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, আসিফ মাহমুদ ও নাহিদকেও ডেকে নেওয়া হয়েছিল।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যদি ডা: জাবির ও ডাক্তার নুরুন্নবীদের সাথে কোন অপ্রতিকর ঘটনা ঘটে,ডাক্তার সমাজ বসে থাকবে না। আমাদের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করবেন না।”
উল্লেখ্য বেসরকারি ট্রেইনি চিকিৎসক,রেসিডেনট,নন রেসিডেন্সি চিকিৎসকদের বেতনভাতা বৈষম্য রোধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলো ডক্টর মুভমেন্ট ফর জাস্টিস নামের চিকিৎসকদের একটা সংগঠন।রাজপথে কিছু কর্মসূচি দিয়ে আসছিলো তারা
এই রিপোর্ট লিখার সময় ডা.জাবির ও ডা.নুরুন্নবী কে ডিজিএফআই কার্যালয় থেকে বের হয়ে আসতে দেখা যায়।
প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মোঃ রাহাত হাছান