শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫
গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশকীবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ২০২৫ এটিই ডেঙ্গুতে প্রথম মৃত্যু। গত তিন দিন ডেঙ্গুতে কেউ মারা যায়নি।
আজ শনিবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বছরে টানা তিন দিন (১ থেকে ৩ জানুয়ারি) মৃত্যুহীন থাকার পর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গুতে এর আগে একজনের মৃত্যু হয়েছিল গত বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর। ২০২৪ সালে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।
প্ল্যাটফর্ম/