প্ল্যাটফর্ম ফোরাম থেকেঃ
#DU_Migration_Certificate_Application_form_pdf
১/এই ফর্মের ১ম পাতার (১-৫) নং ফাঁকা ঘর এবং ৩য় পাতা পূরণ করতে হবে।
২/ এর সাথে যা যা লাগবেঃ এমবিবিএস সার্টিফিকেট(বিশ্ববিদ্যালয় কতৃক প্রদত্ত)এর সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের বা নাগরিকত্ব সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি।
৩/ ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, এটাচ করে সত্যায়িত করতে হবে নিজ নিজ মেডিকেল কলেজের প্রিন্সিপাল কে দিয়ে।
৪/ এরপর জমা দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং এর ২০৮ নং রুমে। তারা চেক করে দেয়ার পর ‘জনতা ব্যাংক’, টিএসসি শাখায় গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে ১০০০/- জমা দিয়ে মানি রিসিট ও কাগজপত্র নিয়ে আবার যেতে হবে রেজিস্ট্রার বিল্ডিং এর ২০৮ নং রুমে। তখন তারা আবার চেক করে আপনাকে ‘মাইগ্রেশন সার্টিফিকেট’ প্রাপ্তির তারিখ জানালে যথাযথ তারিখে গিয়ে নিয়ে আসবেন।
[বি. দ্র.- ইতোপূর্বে এ ব্যাপারে সম্মানিত এক বড়ভাই পোস্ট দিয়েছিলেন, আমি সেটিই আবার সামারাইজ করেছি। ফর্মটা আনতে যেতে হয় রেজিস্ট্রার বিল্ডিং এ, আপনাদের একদিনেই কাজটা সম্পন্ন করতে পারা এবং কিছুটা কষ্ট লাঘব হবে এই আশায় পিডিএফ ফাইল আপ্লোড করলাম, প্রিন্ট করেই এটি কাজে লাগাতে পারবেন, কোন সমস্যা নেই, আমি কনফার্ম হয়ে এসেছি 🙂 ]
ডা. মু. আব্বাস ইবনে করিম
ইসিমেকহা, (২০১১-২০১২)