প্রতিবছরের ন্যায় আজ ০৮-ই মাঘ ,১৪২৪ বাংলা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ঢাকা ডেন্টাল কলেজ পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে কলেজ প্রাঙ্গণে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন হিন্দু ছাত্রছাত্রী, হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক-কর্মচারী, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, হিন্দু ধর্মাবলম্বী লোকজন সহ বিভিন্ন ডেন্টাল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শ্রদ্ধেয় অধ্যক্ষ ডা. আবুল কালাম ব্যাপারী মহোদয় পূজা মণ্ডপ পরিদর্শনপূর্বক সার্বিক খোঁজখবর নেন। উপস্থিত সকলেই পূজার তাৎপর্য অনুধাবন এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন। সর্বোপরি প্রতিমা স্থাপন, ঘট স্থাপন, অঞ্জলি, প্রসাদ বিতরণ এবং দুপুর ১ টায় মধ্যাহ্ন ভোজের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।
উক্ত পূজায় ঢাকা ডেন্টাল কলেজের উত্তরোত্তর প্রসার এবং উন্নতি কামনায় বিদ্যার দেবী সরস্বতীর নিকট প্রার্থনা করা হয়।
তথ্য: মো: আহসান হাবীব ইরফান (ডি ৫৪,ঢাডেক)