১০ এপ্রিল, ২০২০ঃ ঢাকা মেডিকেল কলেজ চত্বরে অবস্থিত বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটকে কোভিড ১৯ হাসপাতাল করার প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এই লক্ষ্যে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটকে নবনির্মিত শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়েছে এবং রোগীদের স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ একটি চিঠির মাধ্যমে এই নির্দেশ দেয়। চিঠিতে আরো জানানো হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় কোভিড ১৯ হাসপাতাল সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ চত্বরে অবস্থিত বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটকে কোভিড ১৯ হাসপাতালে রূপান্তর করা অনিবার্য হয়ে পড়েছে।
নিজস্ব প্রতিবেদক/সুবহে জামিল সুবহা