ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটে যুক্ত হল এক বছর মেয়াদি ৪ টি মাস্টার্স প্রোগ্রাম। যার মধ্যে ২ টি হচ্ছে এমবিবিএস আর বিডিএস দের জন্য । এর অর্থ হচ্ছে এমবিবিএস এবং বি ডি এস পাশ করে সবাই এই ১ বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে।
বিষয় দুইটি হচ্ছে ঃ
1. Clinical Social Work : সমাজ কল্যাণ/ সমাজকর্ম/ সমাজবিজ্ঞান/মনোবিজ্ঞান এ অনার্স ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি
2. Gerontology and Geriatric Welfare : মনোবিজ্ঞান/ Medicine /Dentistry/Therapy এ অনার্স ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি
আগামি ৪ ডিসেম্বর, ২০১৫ তে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য তার আগে আগামি ৩০ নভেম্বর,২০১৫ এর মধ্যে আবেদন পত্র গ্রহণ করা ও জমা দেয়া যাবে। বাকি বিস্তারিত ছবিতে দেওয়া হয়েছে।
Ai course kore lav ki ki??
lav lokshan apnar upor…oneke korte chay ei subjectgulo
f
Following
f keno dicchen bujhlam na
Sushmita Zafar Rajputro Mamun
F
following keno dicchen?
f
f keno dicchen ?
Post ta follow korar jonne disse 🙂
F
dhaka university te r ki ki subject ase MBBS/BDS graduate der porar jonne???
1.Food and Nutrition
2.Disaster Management
Specially Disaster Management has extremely good prospect in both inside and outside of country.
food and nutrition এর কোনো আপডেট আছে?
Follow
food nutrition এ এখন আর বাইরের স্টুডেন্ট নেয় না। এমফিলে নিত। তাও দুবছর ধরে বন্ধ।
অনেকে বলছেন এই বিষয়গুলা তে পড়ে লাভ কি, ফলো কেন করছে সবাই। আমাদের অনেকের ধারনা ডাক্তার রা শুধু মেডিসিন এর বিষয় ছাড়া আর কিছুতে পড়ালেখা করলে কোন লাভ নাই। কিন্তু এই ধারনা সম্পূর্ণ ভুল।
প্রথমত, আমাদের মধ্যে যারা সহজে বিদেশে স্কলারশিপ এ আসতে চান তাঁদের জন্য এই স্বল্পমেয়াদী এক বছরের কোর্স গুলো খুব কাজে দিবে। অনেক বিশ্ববিদ্যালয় এ পূর্ববর্তী মাস্টার্স ছাড়া আবেদন ই করা যায়না ।
দ্বিতীয়ত, social workএবং gerontogyএর মত বিষয়গুলার উন্নত বিশ্বে অনেক দাম। এর জন্য শুধু মাত্র public health ছাড়া অন্য অনেক ক্লিনিকাল বিষয়ে আপনার গবেষণা করার সুযোগ অনেকাংশে বেড়ে যায়। সাথে চাকরি পাওয়ার সম্ভাবনা ও বেশী এই খাতে। তাই যারা পড়ালেখা কম করে বিদেশে ভাল আয় করতে চান তারা চিন্তা করে দেখতে পারেন।
তাছাড়া , এক বছর খুব ই অল্প সময়। ইন্টার্ন শেষ করে একটি পোস্ট গ্রাজুয়েশন এ স্থির হতেই এক/ দেড় বছর লেগে যায়। আর এই ডিগ্রি গুলার পড়ালেখার চাপ অন্য মেডিসিন এর ডিগ্রির মত ও নয়।
সব শেষে, একটি উদাহরণ দিয়ে শেষ করি।
Emeritus Professor John Murtagh AM
BSc, BEd (Melbourne), MBBS, MD, DipObst(RCOG), FRACGP
আমাদের কাছে DAVIDSON,BAILEY LOVE এর বইগুলো যত মূল্যবান ,অস্ট্রেলিয়ার ডাক্তার দের কাছে john murtagh এর বই তাঁর থেকে বেশী মূল্যবান । ঠিক davidson এর সমান আকারের বই টির প্রত্যেকটি লাইন আপনাকে জানতে হবে যদি আপনি AMC পাস করতে চান।
এই প্রফেসর এর ডিগ্রি গুলো লক্ষ করুন।
ব্যাচেলর অফ science, ব্যাচেলর of education
এইখানে যে কোন বিষয়ের শিক্ষক হওয়ার পূর্বশর্ত B,Ed ।
আমাদের দেশে কোন ডাক্তার শুধু নিজের ক্রমাগত দক্ষতার উন্নতির জন্য এই ডিগ্রি করতে চায় , অন্যদের ছি ছি এর কারণে হয়ত সে তা থেকে পিছিয়ে আসবে।যদিও আমরা সবাই জানি, শুধু ভাল ডাক্তার হওয়া মানে ভাল শিক্ষক হওয়া নয়।
social work or gerontology এর উপর পড়াশোনা করলে কেও হয়ত আপনার বয়স্ক বাব মার পরিচর্যার অথবা সামাজিক ও পারিবারিক অনেক বিষয়ের ব্যাপারে আপনাকে একটি সুন্দর উপদেশ দিতে পারবে , যা একজন মেডিসিন বিশেষজ্ঞ সময়ের অভাবে অথবা অজ্ঞতার জন্য নাও দিতে পারেন।
আমদের চিকিৎসা ব্যাবস্থা পুরোপুরি এখন ওষুধ নির্ভর হএ গেছে। যার জন্য ৫ জন বিশেষজ্ঞ দেখালেও আমরা পুরপরি সন্তুষ্ট হতে পারিনা। অথচ সাধারণ কিছু নিয়ম মেনে আমরা সহজেই আমদের শারীরিক সমস্যা গুলো কাটিয়ে উঠতে পারি। এইসব ক্ষেত্রে এই জাতীয় ডিগ্রির ভূমিকা অনেক বেশী।
অনেকে বলছেন এই বিষয়গুলা তে পড়ে লাভ কি, ফলো কেন করছে সবাই। আমাদের অনেকের ধারনা ডাক্তার রা শুধু মেডিসিন এর বিষয় ছাড়া আর কিছুতে পড়ালেখা করলে কোন লাভ নাই। কিন্তু এই ধারনা সম্পূর্ণ ভুল।
প্রথমত, আমাদের মধ্যে যারা সহজে বিদেশে স্কলারশিপ এ আসতে চান তাঁদের জন্য এই স্বল্পমেয়াদী এক বছরের কোর্স গুলো খুব কাজে দিবে। অনেক বিশ্ববিদ্যালয় এ পূর্ববর্তী মাস্টার্স ছাড়া আবেদন ই করা যায়না ।
দ্বিতীয়ত, social workএবং gerontogyএর মত বিষয়গুলার উন্নত বিশ্বে অনেক দাম। এর জন্য শুধু মাত্র public health ছাড়া অন্য অনেক ক্লিনিকাল বিষয়ে আপনার গবেষণা করার সুযোগ অনেকাংশে বেড়ে যায়। সাথে চাকরি পাওয়ার সম্ভাবনা ও বেশী এই খাতে। তাই যারা পড়ালেখা কম করে বিদেশে ভাল আয় করতে চান তারা চিন্তা করে দেখতে পারেন।
তাছাড়া , এক বছর খুব ই অল্প সময়। ইন্টার্ন শেষ করে একটি পোস্ট গ্রাজুয়েশন এ স্থির হতেই এক/ দেড় বছর লেগে যায়। আর এই ডিগ্রি গুলার পড়ালেখার চাপ অন্য মেডিসিন এর ডিগ্রির মত ও নয়।
সব শেষে, একটি উদাহরণ দিয়ে শেষ করি।
Emeritus Professor John Murtagh AM
BSc, BEd (Melbourne), MBBS, MD, DipObst(RCOG), FRACGP
আমাদের কাছে DAVIDSON,BAILEY LOVE এর বইগুলো যত মূল্যবান ,অস্ট্রেলিয়ার ডাক্তার দের কাছে john murtagh এর বই তাঁর থেকে বেশী মূল্যবান । ঠিক davidson এর সমান আকারের বই টির প্রত্যেকটি লাইন আপনাকে জানতে হবে যদি আপনি AMC পাস করতে চান।
এই প্রফেসর এর ডিগ্রি গুলো লক্ষ করুন।
ব্যাচেলর অফ science, ব্যাচেলর of education
এইখানে যে কোন বিষয়ের শিক্ষক হওয়ার পূর্বশর্ত B,Ed ।
আমাদের দেশে কোন ডাক্তার শুধু নিজের ক্রমাগত দক্ষতার উন্নতির জন্য এই ডিগ্রি করতে চায় , অন্যদের ছি ছি এর কারণে হয়ত সে তা থেকে পিছিয়ে আসবে।যদিও আমরা সবাই জানি, শুধু ভাল ডাক্তার হওয়া মানে ভাল শিক্ষক হওয়া নয়।
social work or gerontology এর উপর পড়াশোনা করলে কেও হয়ত আপনার বয়স্ক বাব মার পরিচর্যার অথবা সামাজিক ও পারিবারিক অনেক বিষয়ের ব্যাপারে আপনাকে একটি সুন্দর উপদেশ দিতে পারবে , যা একজন মেডিসিন বিশেষজ্ঞ সময়ের অভাবে অথবা অজ্ঞতার জন্য নাও দিতে পারেন।
আমদের চিকিৎসা ব্যাবস্থা পুরোপুরি এখন ওষুধ নির্ভর হএ গেছে। যার জন্য ৫ জন বিশেষজ্ঞ দেখালেও আমরা পুরপরি সন্তুষ্ট হতে পারিনা। অথচ সাধারণ কিছু নিয়ম মেনে আমরা সহজেই আমদের শারীরিক সমস্যা গুলো কাটিয়ে উঠতে পারি। এইসব ক্ষেত্রে এই জাতীয় ডিগ্রির ভূমিকা অনেক বেশী।
ধন্যবাদ আপু। আমাদের সমস্যা হচ্ছে , আমরা অন্যরকম কিছুই চিন্তা করতে পারি না।
I am highly interested in research career, so I think these degrees are essential to me. Would you please tell me the admission procedure, guide line and etc info
Thank you apu for the information 🙂
Sorru Anupom Das.. i just outlined what potential does these types of courses hold in different aspect of our career. . the admission procedure, guidelines etc u can easily find from the students section or websites :-D. At first, need to decide in which area u would like to study in abroad, then search for those areas or subjects in uni websites, ,, search for the prospects…its a long procedure(but not impossible) .
i m interested on in,,,apu what topics are included in it??? and what is neaded for admission,,,plse tell me
apu i m interested.intrnee er pasapasi ki ata kora jabe?amar final prof january te result marchei die dibe.ami ki aibar apply korte parbo???
I don’t have any information regarding these courses.
Jubayer Mumin
thank you miss rehnuma for explaining this.it will be a great help for us.
Eta r jonno ki porte hobe keu ki bolte parben…
Asole xm e ki type r question hoi ki porte hobe….
R disaster management r admission test Kobe hote pare??
apnara okhane gelei applcation joma dear shomoy shob jante parben 🙂
Thank you apu
shorkari dr ra ai bishoye porar jonno kono chuti pabe?
ei bepare ashole amar idea nai..tobe ami jene jnanor cheshta korbo 🙂
.
Rehenuma Tarannum Lazuly u r jst awesome…
owww..that’s a big compliment apu!!!
Population science niye porar sujog ache ki mbbs/bds er jonne???keu janale upokrito hotam…thnx in advance..nn
eta korar por ki desher baire study or job korte chaile license exam dewa lagbe?
no exemption from licensing exam in any way, or with any degree
Raju Ahamed Raj
Minhaz Pias