প্ল্যাটফর্ম নিউজ, ১০ জুন, ২০২১, বৃহস্পতিবার
কোভিড-১৯ পরিস্থিতির কারণে গত নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঢাবি ও চবির অধীনে এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষা এবার কিছুটা বিলম্বে শুরু হতে যাচ্ছে। গত এপ্রিল মাসে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হলেও করোনার প্রকোপ বেশি হওয়ায় পরীক্ষাটি পিছিয়ে যায়।
গত বুধবার ৯ই জুন, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের নভেম্বর ২০২০ এবং জানুয়ারি ২০২১ এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষা জুন ২০২১ এর শেষ সপ্তাহের সুবিধাজনক সময়ে গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা যায়। অন্যদিকে গতকাল ৯ ই জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।