ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এর নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খান মো. আবুল কালাম আজাদ স্।
এরআগে তিনি একই প্রতিষ্ঠানের মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সেই সাথে তিনি বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রসঙ্গত: ঢামেকের ৩৫তম ব্যাচের ছাত্র ছিলেন ডা. খান মো. আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, ঢামেকের আগের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ইসমাইল খানকে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেয়ায় পদটি খালি হয়।
প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ডা. খান মো. আবুল কালাম আজাদ স্যারকে প্রাণঢালা অভিনন্দন।
তথ্য ঃ ডা. সারওয়ার রিফাত, প্ল্যাটফর্ম প্রতিনিধি
ছবি ঃ হিউমেন্স অফ ডিএমসি পেইজ থেকে সংগৃহীত