আজ ২রা নভেম্বর ২০১৭ ,ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে আসেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী।
গত ২৯ শে অক্টোবর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত চিকিতসক ডা: শামীম কে দেখতে এবং হামলা পরবর্তী পরিস্থিতি ও চিকিৎসকদের দাবী নিয়ে আলোচনা করতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, স্বাস্থ্য সচিব মহোদয়,ডিজি মহোদয়, বিএমএ সভাপতি মহোদয় আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।
পরিদর্শনকালে , মাননীয় মন্ত্রী চিকিতসকদের দাবীগুলো বাস্তবায়নের জন্য হাসপাতালের পরিচালক মহোদয়কে নির্দেশ প্রদান করেন এবং সকল দাবী বাস্তুবায়নের জন্য যেকোন রকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
এছাড়া তিনি হাসপাতালের রোগী এবং চিকিৎসা সেবার স্বার্থে ভিজিটর নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন।
তথ্য ও ছবি : মো: মোশাররফ হোসেন সিজান, ঢামেক।
আরও জানতে ঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিতসকদের উপর ন্যক্কারজনক হামলা
কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢামেক শিক্ষানবিশ চিকিৎসকদের অবস্থান কর্মসূচি পালন