প্ল্যাটফর্ম নিউজ, ২৯ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার
আজ ২৯ অক্টোবার (বৃহস্পতিবার) দুপুর ৩:৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের তরুন ডাক্তার ওমর ফারুক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)
কিছুদিন আগে এক্সিডেন্টে দু’পায়ের হাড় জটিলভাবে ভেঙ্গে যায় (ফিমার ফ্রাকচার)। তারপর ফুসফুসে এমবলিজম ধরা পরে। বেশ কিছুদিন তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এরপর আজ দুপুরে তাঁর মৃত্যু হয়।
গ্রামের হাইস্কুল থেকে সর্বপ্রথম মেডিকেলে (সিএমসি- ৫৬ ব্যাচ) চান্স পাওয়া ডা. ওমর ফারুক ছিলেন অত্যন্ত মেধাবী। নিজ গ্রামে তিনিই ছিলেন সর্বপ্রথম ডাক্তার। ব্যক্তি জীবনে তিনি ছিলেন সবার প্রিয় মুখ। পড়াশোনার ব্যাপারে নিজের অনুজদেরকে তিনি সবসময় সহযোগিতা করেছেন, দিয়েছেন সাহস ও অনুপ্রেরণা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে ডাক্তারি পড়াশোনা শেষ করেন। তিনি তাঁর স্বপ্ন ছিল নিজের গ্রাম, পরিবার এবং আত্মীয়স্বজনদের জন্য কিছু করার।
ডা. ওমর ফারুকের অকাল মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।