বুধবার, ২৪ জুন ২০২০
ডা. রোমেন রায়হান
সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
মুগ্ধ হয়ে মুগদাপানে ফেরাই যখন চোখ,
সামনে আসে ভারসাম্যের ঘাটতি থাকা লোক!
চৌকিদারের ডিউটি দিয়া রাখে চিকিৎসক!
পাতলা কাগজ দিয়া দিয়া মিটায় মনের শখ!
আবুল হাশেম শেখ!
নাট-বল্টু ঠিক আছে তো? জলদি করেন চেক।
অ.দা হয়ে গদা হাতে খুব যে মারেন ফাল!
ভাবছেন এটা ব্রিটিশ আমল? আঠারো ‘শ সাল!
জমিদারি দেখলে মাথা লজ্জাতে হয় হেট,
জানলাগুলো বন্ধ রেখে খোলেন সদর গেট?
রোগী পালায়, কী কারণে, রাখেন না তার খোঁজ,
ভালো কথা, বাড়ল নাকি পাগলা পানির ডোজ?
কান পাতলেই হম্বিতম্বি, ঘেউ ঘেউ ফোঁসফোঁস,
বলির পাঁঠা খুঁজে খুঁজে ঢাকেন নিজের দোষ?
কী বললেন! সলিড মাথা ঘুরতেছে বনবন?
বুদ্ধিমানে ঘোরের ভেতর থাকে কতক্ষণ?
খুব দেখালেন কানেকশন আর চেয়ারের উত্তাপ?
থামেন, থামেন! এমন করে দিয়েন না আর লাফ!
হাসুন, খেলুন, বাঁচুন, আগে চাপুন কড়া ব্রেক।
তলব-খেলা বন্ধ করেন আবুল হাশেম শেখ!