শনিবার, ০৮ মার্চ, ২০২৫
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীন অধিদপ্তর, দপ্তর ও সংস্থার কর্মচারীদের তামাক কোম্পানি আয়োজিত যে কোনো ধরনের কার্যক্রমের সমর্থন ও অংশগ্রহণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। তামাক নিয়ন্ত্রণের স্বার্থে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি’র অনুচ্ছেদ ৫.৩ বাস্তবায়নের লক্ষ্যে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মহিউদ্দিন আল হেলাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তার অধীন অধিদপ্তর, দপ্তর, সংস্থার কর্মচারী এবং তাদের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পর্কিত সবাইকে কয়েকটি কাজ সরাসরি বা পরোক্ষভাবে গ্রহণ, সমর্থন বা অনুমোদন না করার কথা বলা হয়েছে।
পাশাপাশি এই নির্দেশিকার অধীনে কোনো কর্মচারী তামাক কোম্পানির সঙ্গে কোনো অংশীদারত্ব চুক্তি বা সহযোগিতা থাকলে ৬০ দিনের মধ্যে বাতিল করতে বলা হয়েছে। কেউ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
প্ল্যাটফর্ম/