মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
তিন মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষের পদায়ন করা হয়েছে। আজ (১৪ জানুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব দুর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী – ডা: মো: মুক্তার হোসেন সহযোগী অধ্যাপক (জেনারেল সার্জারী) কে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও অধ্যাপক (জেনারেল সার্জারী) (চলতি দায়িত্ব) পদে পদায়িত করা হয়েছে।
অধ্যাপক ডা: জিম্মা হোসেন, উপাধ্যক্ষ ময়মনসিংহ মেডিকেল কলেজকে নীলফামারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টেরোলজি) পদে পদায়ন করা হয়েছে।
একইসাথে অধ্যাপক ডা: জোবায়দা সুলতানা, অধ্যাপক (গাইনী এন্ড অবস্) শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজকে অধ্যক্ষ ও অধ্যাপক (গাইনী এন্ড অবস্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুরের পদে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনের মাধ্যমে দিনাজপুর মেডিকেল কলেজ ও ফরিদপুর মেডিকেল কলেজের নতুন উপাধ্যক্ষ পদায়ন করা হয়েছে।
প্ল্যাটফর্ম/