গত ২৫ শে আগস্ট শুক্রবার IDA এর উদ্যোগে এবং তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজের সহায়তায় ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে তারা জামালপুরের ইসলামপুরের জিগাতলা চরের প্রায় পাঁচশত পরিবারের মাঝে ত্রাণ তুলে দেন। এসময় তারা বিনামূল্যে ঔষধ বিতরণ এবং চিকিৎসা সেবা দান করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হাসি ফোটাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, ডাক্তার এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়াও স্থানীয় মেম্বার এবং ভলেন্টিয়ার হিসেবেও অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
ছবিঃ ত্রাণ বিতরণের একাংশ।
প্ল্যাটফর্ম পরিবার, ত্রাণ বিতরণের সাথে সংযুক্ত সকলের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করছে।