X

থামছে না চিকিৎসকের উপর হামলা; এবার বাগেরহাটে মারধরের শিকার হলেন দুই চিকিৎসক

শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে দুই চিকিৎসক ও এক চিকিৎসক সহকারীকে মারধর করেছে একদল দুর্বৃত্ত। গত বুধবার (০২ অক্টোবর) এ ঘটনা ঘটে। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সহকারী চন্দন দাসের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানা যায়, বুধবার দুপুরে হঠাৎ ২০ থেকে ২৫ দুর্বৃত্ত হাসপাতালের জরুরি বিভাগে থাকা চিকিৎসক সহকারী চন্দন দাসকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যায়। পরে জরুরী বিভাগের সামনে নিয়ে তারা তাকে বেধড়ক মারধর করতে থাকে। এ সময় জরুরী বিভাগের চিকিৎসক ডা. তনুশ্রী ডাকুয়া ও ডা. রেজোয়ানা মেহজাবিন ঠেকাতে গেলে তাঁদেরও মারধর করে হামলাকারীরা। এ সময় তারা উপজেলায় কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শর্মী রায়কে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

মারধরের শিকার ডা. রেজোয়ানা মেহজাবিন প্রথম আলোকে জানান, “শিমুল শেখ নামের স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে হামলাকারীরা হাসপাতালে এসে তাঁদের মারধর করে। চন্দন দাসকে মারতে দেখে আমি ও জরুরি বিভাগের চিকিৎসক তনুশ্রী ডাকুয়া ঠেকাতে গেলে তারা আমাদেরও মারধর করে। হামলায় শিমুলের সঙ্গে দুটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিও অংশ নিয়েছিলেন। ঘটনার পর থেকে হাসপাতালে ভেতরেও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

চিকিৎসক সহকারী চন্দন দাস বলেন, “জরুরি বিভাগে রোগীদের সেবা দিচ্ছিলাম। এ সময় আকস্মিক একদল লোক আমাকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে মারধর করতে থাকে। তারা আমার মুঠোফোন ও মানিব্যাগও নিয়ে গেছে।”

জাতীয় দৈনিক প্রথম আলোর বরাতে জানা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বর্তমানে প্রশিক্ষণের জন্য ঢাকায়। হামলার বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, হাসপাতালে ঢুকে হামলার বিষয়টি সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানা ও সেনাবাহিনীর ক্যাম্পেও অভিযোগ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসকদের ওপর হামলা চালানোর অভিযোগের বিষয়ে কথা বলার জন্য শিমুল শেখের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় এই বিষয়ে মোরেলগঞ্জ থানায় অভিযোগ করার কথা বললেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ করা হয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দীন আহমদ শিবলী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটর:
Related Post