২৯ মার্চ, ২০২০
করোনার এই সংকটময় পরিস্থিতিতে রক্ত পরিসঞ্চালন সেবা দিবে বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে থ্যালাসিমিয়া ফাউন্ডেশন হাসপাতাল। হাসপাতাল অভ্যন্তরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথাও নিশ্চিত করা হয়।
থ্যালাসিমিয়া রোগে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদন জনিত ত্রুটির কারণে, রোগীরা সাধারণত রক্তে অক্সিজেনস্বল্পতা বা “অ্যানিমিয়া”তে ভুগে থাকেন। যার কারণে প্রতি ২-৪ সপ্তাহ পর পর রোগীদের রক্ত গ্রহণ করতে হয়। যথাসময়ে রক্ত না পেলে তারা অসুস্থ হয়ে পড়েন। তাই রোগীদের রক্ত পরিসঞ্চালন অব্যাহত রাখতে হয়।
থ্যালাসিমিয়া রোগীগণ এ সময়ের মধ্যে রক্ত পরিসঞ্চালনসহ অন্যান্য সেবা নিতে পারবেন জানান বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন। এছাড়া রক্ত দাতাগণ এসময় রক্তদান করতে পারবেন।
জরুরী প্রয়োজন ছাড়া রোগী/অভিভাবকদেরকে হাসপাতালে না আসার জন্যও অনুরোধ করা হয়।
তথ্যসূত্রঃ বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক
সুবহে জামিল সুবাহ