শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক রোগী। তার নাম দিবাকর দাস (৪৮)। সে দিনাজপুরের বীরগঞ্জের সুজালপুর মাস্টারপাড়ার সীতানাথ দাসের ছেলে। আজ শনিবার (৪ জানুয়ারি) বিকেল আনুমানিক ০৩.৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ২ নভেম্বর থেকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ড ভর্তি ছিলেন ওই রোগী। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দিনাজপুর কোতয়ালী থানার উপপরিদর্শক মনিরুজ্জামান স্বজনদের বরাত দিয়ে জানান, দিবাকর দাস কয়েক দিন আগে মাথার সমস্যা নিয়ে বীরগঞ্জ হাসাপাতালে ভর্তি হন। সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গত ২ জানুয়ারি দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন।
পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। মাথার যন্ত্রনা সইতে না পেরে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন। শনিবার বিকেলে ওই অবস্থায় তিনি চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডের বেলকনিতে গিয়ে লাফ দেন। এতে তিনি নিচে পড়ে মারা যান।
এর আগে ২০২৩ সালের ০৯ সেপ্টেম্বর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার ছাদ থেকে নিচে পড়ে আমিনা খাতুন (৮০) নামে এক রোগীর মৃত্যু হয়েছিল।
প্ল্যাটফর্ম/