বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সহযোগীতায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে আর্ক ফাউন্ডেশন কর্তৃক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে “পাইলটিং এন্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ ইন হেলথকেয়ার ফ্যাসিলিটিজ ইন দিনাজপুর ডিস্ট্রিক্ট” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি।কর্মশালার সমন্বয়ে ছিলেন ডা. মুমিন।
হাসপাতালের বিভিন্ন স্তরে এন্টিমাইক্রোবিয়াল ব্যবহার হ্রাসের লক্ষ্যে চিকিৎসক ও সংশ্লিষ্টদের এন্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ মোকাবিলায় প্রমাণভিত্তিক পদ্ধতি বাস্তবায়নের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় জানানো হয়, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ বিশ্বব্যাপী স্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি— যা সম্ভাব্যভাবে প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা হ্রাস করে। একইসাথে এএমআর সার্ভিল্যান্সের বরাতে বলা হয়, বাংলাদেশে ৮% জীবাণু প্যান-ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে গেছে, যা সত্যিই উদ্বেগজনক।
কর্মশালায় প্রতিবেদন উপস্থাপন করেন আর্ক ফাউন্ডেশনের প্রজেক্ট মাইক্রোবায়োলজিষ্ট অধ্যাপক সানিয়া তাহমিনা ও ডা. আসিফ রশীদ এবং বাংলাদেশের এএমআর পরিস্থিতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেন ডা. ফাহমিদা।
সভাপতির বক্তব্যে হাসপাতালের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান কমিটি গঠনের মাধ্যমে এন্টিমাইক্রোবিয়াল ব্যবহার হ্রাসের উদ্যোগ নেয়ার কথা জানান। পাশাপাশি পাইলট প্রজেক্টে নির্বাচিত দুই জেলার মধ্যে একটি হতে পেরে ভাগ্যমান মনে করেছেন বলে জানান তিনি।
কর্মশালায় দিনাজপুর মেডিকেল কলেজের সার্জারি, মাইক্রোবায়োলজি, মেডিসিন ও গাইনীর বিভাগীয় প্রধান, আমন্ত্রিত চিকিৎসকবৃন্দ, নার্স ও ফার্মাসিস্টসহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকবৃন্দ ও কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দও অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, গত ২০ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে আর্ক ফাউন্ডেশন কর্তৃক “বাংলাদেশে দুটি জেলায় হাসপাতালের বিভিন্ন স্তরে এন্টিমাইক্রোবিয়াল ব্যবহার হ্রাসের লক্ষে এন্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ পাইলট কার্যক্রম বাস্তবায়ন” এর উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্ল্যাটফর্ম/