মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৪
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম আজ (৭ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, রাজশাহী মেডিকেল কলেজে লিফট, বৈদ্যুতিক সাব-স্টেশন ও জেনারেটর স্থাপনে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, দুদকের দলটি সরেজমিনে রাজশাহী মেডিকেল কলেজের লিফট, বৈদ্যুতিক সাব-স্টেশন ও জেনারেটর পরিদর্শন করে। পরিদর্শনকালে তারা লিফট স্থাপনে অনিয়মের সত্যতা পায়। অভিযানকালে অভিযোগের বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
প্ল্যাটফর্ম/