বাজানদারের পর,এবার দূর্লোভ চর্মরোগে আক্রান্ত এক বাবা ও ছেলের খোঁজ পাওয়া গেছে । তারা রংপুর পিরগঞ্জ এর আবুল্লাপুর-কালসারডারা গ্রামের তাজুল ইসলাম ও তার ছেলে রুহুল আমিন।
বাবা ও ছেলের হাত ও পা গাছের শিকড় এর মত দেখাচ্ছে, যেটা কিনা অনেকটাই আবুল বাজানদারের মত। যাকে কিনা বৃক্ষমানব বলা হত।
আবুল বাজানদার ছিলেন পৃথিবীর ৪র্থ মানব যে কিনা ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস’-‘টেন’জনিত বিরল চর্ম রোগে আক্রান্ত হয়ে এখন ঢাকা মেডিকেল এ চিকিৎসাধীন অবস্থায় আছেন।এই পর্যন্ত বাজানদারের দুইটি সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে এবং সে সুস্থও আছে।
রুহুল আমিন এর বাবা তাজুল ইসলাম বলেন, তার বাবাও এই রোগে ভুগে একসময় মারা যান। তাজুলের বড় ভাইও একই রোগে আক্রান্ত। তিনি বলেন, তার হাত ও পায়ের নখ খুব দ্রুতই বড় হয়ে যাচ্ছে।
এই পর্যন্ত খবর পাওয়া গেছে, বাবা ও ছেলেকে আজ ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে এবং অতিদ্রুত তাদের চিকিৎসা শুরু হবে।
তথ্য ঃ আবু হানিফ সাগর
প্ল্যাটফর্ম প্রতিনিধি , শহীদ সোহ্রাওয়ার্দী ডেন্টাল কলেজ ।
প্ল্যাটফর্ম প্রতিনিধি , শহীদ সোহ্রাওয়ার্দী ডেন্টাল কলেজ ।
loktar to mone hosse sathe RA ase!!!
omg
? lets find a woman tree patient .