প্ল্যাটফর্ম নিউজ, ১৭ মে ২০২১, সোমবার
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৬৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছে ১০৫৮ জন। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১২ হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৭ লাখ ২৩ হাজার ৯৪ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৩৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয় এবং শনাক্তের হার ৬.৭৫%।