প্ল্যাটফর্ম নিউজ, ০৫ ডিসেম্বর ২০২০, শনিবার
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ১,৮৮৮ জন, মৃত্যুবরণ করেছেন আরো ৩৫ জন এবং সুস্থ হয়েছেন ২,৪৫৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ৪,৭৫,৮৮৯ জন, মোট মৃতের সংখ্যা ৬,৮০৭ জন এবং সর্বমোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩,৯৩,৪০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত প্রেস রিলিজ থেকে এসব তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় ১৩,৫৪০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয় এবং ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু রেকর্ড হয়।