সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশসহ সারাবিশ্বে নারীদের মৃত্যুর অন্যতম কারণ জরায়ুমুখ ও স্তন ক্যানসার। এই দুই অঙ্গের ক্যানসারে প্রতি বছর ১১ হাজার ৭৫৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে জরায়ু-মুখ ক্যানসারে ৪ হাজার ৯৭১ জন এবং ৬ হাজার ৭৮৩ জন স্তন ক্যানসারে মৃত্যুবরণ করেন। এ অবস্থা থেকে উত্তরণে সচেতনা বৃদ্ধি, নিয়মিত স্ক্রিনিং এবং টিকাদান কর্মসূচি জোরদারের আহবান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
আজ সোমবার (২০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১৯ থেকে ২৫ জানুয়ারি ‘জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ ২০২৫’ উপলক্ষে সচেতনামূলক র্যালি ও বহির্বিভাগে দুইটি মাসব্যাপী সচেতনতা সেবাবুথের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন।
বক্তারা জানিয়েছেন, বিশ্বে নারীদের যত ধরনের ক্যানসার হয় তার মধ্যে জরায়ু-মুখ ও স্তন ক্যানসার অন্যতম। জরায়ু-মুখ ক্যানসার বিশ্বজুড়ে ক্যানসারের মধ্যে চতুর্থতম এবং ক্যানসারজনিত মৃত্যুর চতুর্থ শীর্ষ কারণ। এছাড়া, স্তন ক্যানসার বিশ্বব্যাপী এবং বাংলাদেশে উভয় ক্ষেত্রেই শীর্ষস্থানীয় ক্যানসার। বাংলাদেশে নারীদের মৃত্যুর প্রধানতম দুটি কারণ হলো জরায়ু-মুখ ক্যানসার ও স্তন ক্যানসার। এই দুটি ক্যানসার গুরুত্বপূর্ণ নন-কমিউনিকেবল ডিজিসেস হিসেবে বিবেচিত।
বাংলাদেশে প্রতিবছর নতুনভাবে প্রায় ৮ হাজার ২৬৮ জন নারী জরায়ু-মুখ ক্যানসারে আক্রান্ত হন এবং ৪ হাজার ৯৭১ জন নারী মারা যান। একইভাবে বাংলাদেশে প্রতিবছর নতুনভাবে প্রায় ১৩ হাজার ২৮ জন নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন এবং ৬ হাজার ৭৮৩ জন মারা যান।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস্টাবলিশমেন্ট অব ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল অ্যান্ড ব্রেষ্ট ক্যানসার স্ক্রিনিং অ্যান্ড ট্রেনিং এ্যাট বিএসএমএমইউ প্রকল্পের পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা, গাইনোকলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শিরিন আক্তার বেগম, অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক ডা. ফওজিয়া হোসেন প্রমুখসহ অবস অ্যান্ড গাইনি বিভাগ, ফিটোম্যাটানাল মেডিসিন বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীরা।
প্ল্যাটফর্ম/