বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবার শান্তামনি (৪) নামে এক শিশুর কৃত্রিম পায়ুপথ তৈরির অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ চার মাস পর্যবেক্ষণ শেষে গত বুধবার এ অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।
জানা গেছে, শান্তামনির বাড়ি নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা থানার বাঁশগাড়ী চরাঞ্চলে। জন্মগতভাবে তার পায়ুপথ ছিল না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যা ‘ইম্পার্ফোরেট এনাস’ নামে পরিচিত। শান্তামনির তিনদিন বয়সে ঢাকা শিশু হাসপাতালে পেট ফুটো করে সাময়িকভাবে কৃত্রিম পায়ুপথ তৈরি করে দিয়েছিলেন চিকিৎসকেরা।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী গণমাধ্যমকে জানান, “এ বছরের মে মাসে বাঁশগাড়ীতে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অংশগ্রহণ করলে শান্তামনির সাথে আমাদের পরিচয় হয়।আমরাও আমাদের প্রচেষ্টা শুরু করি। যদিও দু’সিটিংয়ের এ অপারেশন অত্যন্ত জটিল, ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল। আমরা দরিদ্র শান্তামনির আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও ঝুঁকিপূর্ণ দু’সিটিংয়ের জটিল এ অপারেশনের সিদ্ধান্ত নেই।”
অস্ত্রোপচার টিমে শিশু সার্জন হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক ডা. আসাদুর রহমান, মেডিসিন বিষয়ক চিকিৎসায় ছিলেন শিশু মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী। কৃত্রিমভাবে তৈরি পায়ুপথ বন্ধ করে প্রকৃত পায়ুপথের স্থানে নতুন পায়ুপথ তৈরি করা হয়েছে। চিকিৎসকদের বরাতে জানা যায়, কোনো জটিলতা ছাড়াই শান্তামনি এখন মলত্যাগ করতে পারছে। এ শৈল্য চিকিৎসার পর শান্তামনি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করবে
প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী