সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশে প্রথমবার ‘শোল্ডার রিপ্লেসমেন্ট সার্জারি’ (কাঁধ প্রতিস্থাপন) সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) এ সার্জারি সম্পন্ন হয়।

ইতালি থেকে আগত চিকিৎসকদলের সাথে দেশের কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডা. জি এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি দল এ সার্জারি সম্পন্ন করছে।
চিকিৎসকদলে একজন চিকিৎসক ডা. রাকিবুল হাসান অভিভূত হয়ে তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন (বাংলায় অনূদিত),
“বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো।
আজ নিটোরে ‘কাঁধ প্রতিস্থাপন সার্জারি’ সম্পন্ন হয়েছে। দেশের কিংবদন্তি কাঁধ সার্জন অধ্যাপক ডাঃ জি এম জাহাঙ্গীর হোসেন স্যার ইতালীয় দলের সাথে এই অস্ত্রোপচারের নেতৃত্ব দিয়েছেন। নিটোরের লাল-১ ইউনিটের সাথে ইতিহাসের অংশ হওয়ার এটি আমার জন্য একটি দুর্দান্ত সুযোগ।
এই সূচনা বাংলাদেশের জনগণের জন্য শেষ পর্যায়ের কাঁধের রোগের ক্ষেত্রে আশীর্বাদ বয়ে আনবে এবং ব্যথামুক্ত কাঁধের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত করবে।”
সফলভাবে সম্পন্ন এ সার্জারি বাংলাদেশের চিকিৎসা খাতকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এ সাফল্য চলমান থাকলে বহির্বিশ্বের বিভিন্ন দেশের রোগীরা চিকিৎসা নিতে বাংলাদেশে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা।
প্ল্যাটফর্ম/এমইউএএস