সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশে প্রথমবারের মতো অপারেশন ছাড়াই ইন্টারভেনশনের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়েছে হৃদযন্ত্রের মাইভ্যাল পালমোনারি ভাল্ব। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ক্যাথল্যাবে এই ইন্টারভেনশন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক নুরুন্নাহার ফাতেমা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের এবং বাংলাদেশ কিডস হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নুরুন নাহার ফাতেমার সার্বিক প্রচেষ্টায় মাহদী নামের ২৩ বছরের একটি ছেলের হার্টে মাইভেল (Myval) নামের একটি পালমোনারি ভাল্ব প্রতিস্থাপন করা হয়েছে। বাংলাদেশে এই ভাল্বটি আজকে সর্বপ্রথম পালমোনারি ভাল্ব পজিশনে প্রতিস্থাপিত হলো।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, মাহদীর একাধিক অস্ত্রোপচারে তার পরিবার ভীত হয়ে পড়েন। কিডস হার্ট ফাউন্ডেশন বিনা অপারেশনে ভাল্ব প্রতিস্থাপনের জন্য তখন চেষ্টা করতে থাকে এবং মেরিল কোম্পানির সাথে যোগাযোগের মাধ্যমে মাইভেল সংগ্রহ করে। প্রথম কেইস হিসাবে ভারত থেকে বিখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. শিভাকুমার কথানডাম এই ভাল্বটি প্রতিস্থাপনে সহায়তা করেন।
ভাল্ব প্রতিস্থাপনের পর মাহদী সম্পূর্ণ সুস্থ আছেন জানিয়ে অধ্যাপক নুরুন্নাহার ফাতেমা বলেন, আগামী দুই দিন পরেই তাকে হাসপাতাল ছেড়ে দেওয়া হবে।
প্ল্যাটফর্ম/