Bangladesh Endocrine Society (BES) ও Platform – এর যৌথ উদ্যোগে “Diabetes Symposium for Young Physician” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তারিখ: ২৯ নভেম্বর ২০১৯, শুক্রবার।
সময়: সকাল ৮.০০ হতে বিকাল ৫.৩০ পর্যন্ত
স্থান: ১৫ তলা, এ এইচ এম আহসান উল্লাহ গ্যালারি, গ্রীণ লাইফ মেডিকেল কলেজ, ঢাকা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সম্মানিত সভাপতি প্রফেসর মো. ফারুক পাঠান স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর মো. হাফিজুর রহমান স্যার, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি।
সকাল ৮.০০ ঘটিকায় উপস্থিতি নিশ্চিত, প্রয়োজনীয় টোকেন সংগ্রহ ও কেক-কফি পর্ব শেষে আয়োজনের শুরু হবে। সম্মানিত এন্ড্রোক্রাইনোলজিস্ট স্যার/ ম্যাডামগণ তরুণ চিকিৎসকদের জন্য বিভিন্ন মডিউলে প্রস্তুতকৃত লেকচার ধাপে ধাপে নিবেন। প্রতিটি মডিউল শেষে থাকবে প্রশ্ন-উত্তর পর্ব। দুপুরে নামাজ ও দুপুরের খাবারের বিরতি শেষে পুনরায় নতুন মডিউল নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, দুপুরের খাবার আয়োজকদের পক্ষ হতে প্রদান করা হবে। বিকেলে থাকবে টি ব্রেক। দিনব্যাপী এ আয়োজনের শেষে থাকবে আকর্ষণীয় র্যাফেল ড্র।
সকলের সুবিধার্থে লেকচার মডিউল নিন্মে প্রদান করা হলো।
8.00 AM – 8.15 AM: Registration
8.15 AM – 8.45 AM: Inauguration
8.45 AM – 10 AM
Dr. Tanjina Hossain, Assistant Professor of Endocrinology, Green Life Medical College
Topic: How I diagnose and evaluate Diabetic patient initially
10.00 AM – 11.00 AM
Dr. Shahjada Selim, Assistant Professor of Endocrinology, BSMMU
Topic: How I manage Diabetes with OAD
11.00 AM – 12.00 PM
Dr. M Saifuddin, Assistant Professor of Endocrinology, Dhaka Medical College
Topic: How I manage Diabetes with Insulin
12.00 PM – 2.00 PM (Lunch and Prayer break)
2.00 PM – 3.00 PM
Dr. Faria Afsana, Assistant Professor of Endocrinology, BIRDEM
Topic: How I manage Diabetes in pregnancy
3.00 PM – 4.00 PM
Dr. Ahmed Salam Mir, Associate Professor of Endocrinology, Bangladesh Institute of Health Sciences
Topic: How I manage hyperglycemic crises and Hypoglycemia
4.00 PM – 4.15 PM (Tea break)
4.15 PM – 5.15 PM
Dr. Nazmul Kabir Qureshi, Consultant (Endocrinology) and Director, NHN Uttara Executive Centre, Diabetes Association of Bangladesh
Topic: How I manage Diabetic Neuropathy and Diabetic Nephropathy
Vote of Thanks:
Dr. Faysal Bin Salah, General Secretary, Central Executive Council, Platform
Dr. Nazmul Kabir Qureshi, Scientific and Research Secretary, Bangladesh Endocrine Society
Raffle Draw & Prize giving ceremony
The End
আসনসংখ্যা : ২০০ মাত্র
রেজিস্ট্রেশন ফী : ৫০০ টাকা মাত্র + বিকাশ চার্জ (১০ টাকা)
রেজিস্ট্রেশন এর নিয়ম :
বিকাশ এ 01521485292 (পার্সোনাল) বা 01743937676 (পার্সোনাল) নং এ টাকা পাঠিয়ে ট্রানজেকশন আইডি নং সহ নিচের গুগল ফর্মটি পূরণ করবেন। উল্লেখ্য, সার্টিফিকেট এর জন্য নামের বানান শুদ্ধভাবে লেখার অনুরোধ থাকলো।
গুগল ফর্ম:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfaZQQ-CQiy3b7I6DzLIGfxMrx_jTFw5fB4ct60H0ZhE1WTqg/viewform?usp=sf_link
নিবন্ধনের শেষ সময় : ২০ নভেম্বর, রাত্রি ১১.৫৯ মিনিট (আসন থাকা সাপেক্ষে)
নিবন্ধন ফী দিয়ে যা পাচ্ছেন :
১. সিম্পোজিয়াম এ অংশগ্রহণের সুযোগ
২. সকালের কেক – কফি
৩. দুপুরের খাবার
৪. বিকেলের চা
৫. সার্টিফিকেট
৬. র্যাফেল (Raffle) ড্র তে অংশগ্রহণের সুযোগ
গুগল ফর্ম পূরণ করার ৪৮ ঘন্টার মাঝে আপনার প্রদানকৃত ইমেইল এ একটি রেজিস্ট্রেশন নম্বর সহ কনফার্মেশন মেসেজ যাবে। উক্ত কনফার্মেশন মেসেজযুক্ত ইমেইল ও রেজিস্ট্রেশন নং সহ আয়োজনের দিন উপস্থিত থাকতে হবে।
স্বত্বঃ প্ল্যাটফর্ম
ইভেন্ট লিংকঃ
https://facebook.com/events/534246970698894/?ti=as