প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ২৪ মে, ২০২০
নওগাঁ জেলার মেডিকেল ও ডেন্টাল ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত সংগঠন “নওগাঁ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশন” এর উদ্যোগে নওগাঁ জেলার ৪টি থানায় (নওগাঁ সদর, মান্দা, মহাদেবপুর ও নিয়ামতপুর) মোট ২০০টি গরীব ও অসহায় পরিবারের মাঝে গতকাল শনিবার (২৩ মে) ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ঈদের উপহার হিসাবে চাল, ডাল, আলু, তেল, লাচ্ছা সেমাই, চিনি, দুধ ও সাবান এর প্যাকেট নিজেরাই পৌঁছে দেন বাড়িতে বাড়িতে।
সংগঠনটির সভাপতি ডা. মিলন পাল বলেন,
“সংগঠনটির সদস্যরা সবাই দেশের কোন না কোন মেডিকেল অথবা ডেন্টাল কলেজের ছাত্র-ছাত্রী। তারা নিজেরা চলেন বাবা-মায়ের টাকায়। পড়ালেখার পাশাপাশি মানব সেবার ব্রত নিয়েই সবাই কে একসাথে নিয়ে গঠন করা হয় নওগাঁ জেলা মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশন।”
সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. মো হাবিবুল্লাহ বলেন,
“দেশের এই দূর্যোগের মুহূর্তে আমরা আমাদের ঈদ আনন্দটা গরীব দুঃখী মানুষের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমরা এই ঈদ উপহার সামগ্রী বিতরণের ব্যাবস্থা করেছি। আর এর জন্য আমাদের সংগঠনের প্রত্যেক সদস্যসহ বিভিন্ন মেডিকেল এর শিক্ষকবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করেছেন।
মান্দা উপজেলায় দায়িত্বে ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ইমরান ও আপেল মাহমুদ ছাড়াও শরিফ ও ফিরোজ। নওগাঁ সদরের দায়িত্বে ছিলেন মোহাইমিনুল প্রিন্স, আরমান, হাবিবুর, আনান সহ আরো অনেকে। মহাদেবপুর উপজেলায় দায়িত্বে ছিলেন ডা. মিলন পাল, নিশাত তাসনিম, ইমরান, দিলতাজ আরা। নিয়ামতপুর উপজেলায় দায়িত্বে ছিলেন মাহফুজ, খাইরুল, নাইম ও খালেকুজ্জামান।
ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী মোহাইমিনুল প্রিন্স বলেন,
“আমি কাউকে ধন্যবাদ দিতে চাইনা কারণ, এটা আমাদের দায়িত্ব। দেশের এই প্রয়োজনে যতটুকু পেরেছি আমরা মানুষের পাশে থেকেছি। প্রতিটা মেম্বারের কাছে কৃতজ্ঞ। সবাই মিলে আমরা হয়তো একটা উদাহরণ সৃষ্টি করলাম। যে যার জায়গা থেকে সাহায্য করেছে সবার প্রতি শ্রদ্ধা আর ভালবাসা। সামনে এই এসোসিয়েশন নওগাঁ জেলার মানুষকে আরো ভাল কিছু উপহার দিবে”।