২১ মার্চ ২০২০:
ডা. সিনহা মনসুর, এমডি
এনেস্থেসিওলজিস্ট, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার
ভেবেছিলাম বিষয়টি নিয়ে কথা বলবো না। কিন্তু গত এক সপ্তাহে নিজের চোখে যা দেখেছি, তাতে দু’টো কথা অবশ্যই বলতে হবে। আমেরিকায় প্রতিদিন করোনার রোগী বাডছে! আশংকাজনকভাবেই বাড়ছে। হাসপাতালে গুরুতর অসুস্থ করোনা রোগীকে ‘লাইফ সাপোর্ট’ দিতে হয়। কাজটা আমরাই করি। সেই অভিজ্ঞতা থেকে বলছি, এইসব রোগীদের বাঁচার সম্ভাবনা ক্ষীন। প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। আগামী রোববার থেকে ‘NewYork shutdown’ করা হচ্ছে! এজন্যে বিধিমালও করা হয়েছে। গভর্নর ক্যুমো নিজে এই নীতিমান পড়ে শোনালেন।
অথচ, বাংলাদেশে হচ্ছেটা কি?
করোনার জটিলতার চিকিৎসা বাংলাদেশে অপ্রতুল। নেই পর্যাপ্ত আই. সি. ইউ বেড, নেই পর্যাপ্ত লাইফ সাপোর্ট, নেই পর্যাপ্ত ম্যান পাওয়ার। তার মানে যাদের জটিলতা হবে তাদের চিকিৎসা হবে না। কাজেই, আমাদের জন্যে সবচেয়ে ভাল উপায় এটাকে ‘Prevent’ করা। যাতে এটা না হয়।
কিভাবে?
জনগনকে বলি, নিজেকে ‘Isolate’ করুন। ‘Quarantine’ করুন। নূন্যতম চৌদ্দ দিন!
সরকারকে বলি, সত্যটা প্রকাশ করুন। কতজন মারা যাচ্ছে বলুন। এতে দোষের কিছু নেই। এটা ‘Disaster’! মানুষকে বুঝতে দিন! সব ঠিক হয় যাবে বলে মিথ্যা আশ্বাস দেবেন না।
সময় এসেছে ‘Shutdown’ এর! দুই থেকে তিন সপ্তাহ!