সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক সাইফ উদ্দৌলা। পাশাপাশি তাকে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক পদে চলতি দায়িত্বও দেওয়া হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-১) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফ উদ্দৌলাকে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে বদলি/পদায়ন করা হলো।
বদলিকৃত এই কর্মকর্তারা আগামী তিন কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
প্ল্যাটফর্ম/এমইউএএস