প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ২৯ জুন, ২০২২
গতকাল ২৮ জুন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বন্যার্তদের জন্য উপহার সামগ্রী বিতরন করা হয়।
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চরনাচর ইউনিয়নের শ্যামারচর, জলধা, কামালপুর, নুরপুর, মাইতি, মুজিবনগর এলাকার চার শতাধিক পরিবারে ত্রান সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ত্রান সামগ্রীর তালিকাঃ
চাল ৪ কেজি
আলু ২ কেজি
ডাল ১ কেজি
পেয়াজ ১ কেজি
সয়াবিন তৈল ১ কেজি
চিনি ১/২ কেজি
দুধ ১ প্যাকেট
লবন ১/২ কেজি
টোস্ট বিস্কুট ১ প্যাকেট
স্যালাইন ১০ প্যাকেট
মোমবাতি ১ বক্স
গ্যাস লাইট ১ টা
গুড়া মরিচ ১ প্যাকেট
গুড়া হলুদ ১ প্যাকেট
ডেটল সাবান ১ টা
নাপা ট্যাবলেট ১ পাতা
পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ১ পাতা
স্যানেটারী ন্যাপকিন ১ প্যাকেট
প্রত্যেকে যার যার অবস্থান থেকে বন্যার্তদের জন্য কিছু করলে তাদের দূর্ভোগ লাঘব পাবে বলে আশা করা যায়।