২২ মার্চ ২০২০: সাজেদা ফাউন্ডেশন ও রেনেটা লিমিটেডের যৌথ উদ্যোগে আজ স্বাস্থ্য অধিদপ্তরের সাথে একটি চুক্তিপত্র স্বাক্ষর করা হয়েছে। উক্ত চুক্তিপত্রে সাজেদা হাসপাতাল (নারায়ণগঞ্জ) কে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের কোয়ারেইন্টাইন এবং চিকিৎসা সেবাকেন্দ্র হিসাবে ব্যবহার সহ তাদের আইসিইউ এবং ডায়ালাইসিস সেবা প্রদান এর অঙ্গিকার করা হয়।
অনুষ্ঠানে তারা স্বাস্থ্য সেবা প্রদানকারীদের মাঝে ১০,০০০ পারসনাল প্রটেকটিভ ইকুইপমেন্টও (PPE) বিতরণ করেছে।
এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালিক, স্বাস্থ্য সচিব জনাব আসাদুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব হেলাল উদ্দিন আহমেদ।
হাসপাতালের সব ধরনের কারিগরি সহযোগিতা ও সকল কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে থাকবে স্বাস্থ্য অধিদপ্তর। সেই লক্ষে সাজিদা হাসপাতালের কর্মকর্তাদের প্রশিক্ষন দেয় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুদক্ষ প্রশিক্ষকগণ।
নিজস্ব প্রতিবেদক/নিউমুন রাইন রহমান অরভিল