বুধবার, ০১ জানুয়ারি, ২০২৪
রাজশাহীতে নিজ বাসা থেকে অপহরণের শিকার নারী চিকিৎসক শাকিরা তাসনিম দোলাকে (২৬) উদ্ধারের পর গ্রেফতার করা হয়েছে ৪ অপহরণকারীকে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে পাবনা সদরের মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে র্যাব-৫ ও র্যাব-১২ এর যৌথ দল চিকিৎসকের অপহরণকারীদের গ্রেফতার করে।
আজ বুধবার (১ জানুয়ারি) বিকেলে র্যাব-৫ রাজশাহীর মিডিয়া উইংয়ের ল্যান্স করপোরাল শরিফ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার বামনডাঙ্গা গ্রামের আবু হানিফের ছেলে তানজিম খান তাজ ওরফে নীরব (৩০), তার সহযোগী পাবনার সুজানগর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের শহীদ মল্লিকের ছেলে সেলিম মল্লিক (৩৫), সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বড়ংগাইল গ্রামের মো. সোলায়মানের ছেলে সজিব হোসেন (২৩) ও পাবনার সুজানগর উপজেলার বদনপুর গ্রামের মৃত আমিন উদ্দিন মিয়ার ছেলে মাইক্রোবাস চালক আশরাফুল ইসলাম (৩৫)।
উল্লেখ্য যে, অপহৃত নারী চিকিৎসক রাজশাহী নগরীর চন্দ্রিমা এলাকার বাসিন্দা। তিনি ইসলামি ব্যাংক মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে বিডিএস সম্পন্ন করেছেন।
গত সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে চন্দ্রিমা আবাসিক এলাকায় নিজ বাসা থেকে তার বাবা খুরশিদ ও তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে তার বাবাকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার এ স্থানে ফেলে দেয় অপহরনকারীরা।
প্ল্যাটফর্ম/