বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) রেসিডেন্সি কোর্সের ফেজ-এতে ভর্তি ফি পনেরো হাজার টাকা কমানো হয়েছে।
জানা গেছে, নিটোরে পূর্বের ভর্তি ফি ছিল একান্ন হাজার টাকা, যা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় বেশি ছিল। এ নিয়ে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল নিটোরের একাডেমিক কো-অর্ডিনেটর ডা. মোহাম্মাদ সিরাজুস সালেহীন ও পরিচালক ডা. মো. আবুল কেনানের সাথে দেখা করে।
এর প্রেক্ষিতে ভর্তি ফি পনেরো হাজার টাকা কমিয়ে ছত্রিশ হাজার টাকা করার সুপারিশ করে নিটোরের পরিচালক। আগামী মার্চ মাসে আরম্ভ হওয়া রেসিডেন্সি ভর্তি থেকে এ ফি কার্যকর করা হতে পারে।
প্ল্যাটফর্ম/